স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা ৩ আসনের ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী কাজী আলাউদ্দিনকে বিজয়ী করার লক্ষে গন মিছিল অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে কালীগঞ্জ কলেজ মোড় থেকে মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
গণমিছিল শেষে কালীগঞ্জের ফুলতলা মোড়ে সংক্ষিপ্ত পথ সভা অনুষ্ঠিত হয়।
পথ সভায় সাতক্ষীরার ৩ আসনের ধানের শীষের প্রার্থী কাজি আলাউদ্দিন বলেন, এমন অনেক নেতা আছে যারা ঈদে বাড়ি আসেন না, যারা জনগণের খোঁজখবর নেন না। আন্দোলন সংগ্রামেও অংশগ্রহণ করেন না। কিন্তু আমি শত দুঃসময়েও নেতা কর্মীদের ছেড়ে যায়নি। আমি একজন রাজপথের যোদ্ধা। যে কারণে জনাব তারেক রহমান আমাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিয়েছেন। আগামী নির্বাচনে বিজয়ী হয়ে এ আসনটিকে জনাব তারেক রহমানকে উপহার দেয়ার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।