স্টাফ রিপোর্টার, দেবহাটা: সাতক্ষীরা ৩ আসনে মনোনয়ন পত্র গ্রহন করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা তৌহিদুর রহমান খান। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা পল্লী মাতা ফাস্ট লেডি বেগম রওশন এরশাদের আস্তাভাজন ও জাতীয় পার্টির আগামীর কর্নধর, তারুণ্যের প্রতীক, পল্লী পুত্র রাহ্গির আল মাহি সাদ এরশাদের স্নেহভাজন, জাতীয় সাংষ্কৃতিক পার্টির কেন্দ্রীয় মহাসচিব, বিশিষ্ট সমাজ সেবক, দেবহাটার কৃতি সন্তান মো. তৌহিদুর রহমান খান বৃহস্পতিবার ২৩ নভেম্বর বেলা ১২টায় সাতক্ষীরা ৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র গ্রহন করেছেন। এ প্রসঙ্গে মো. তৌহিদুর রহমান খান বলেন, দল মত নির্বিশেষে সর্বস্তরের জনগণ প্রয়াত সাবেক সফল রাষ্ট্রপতি, পল্লী বন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাকে বিপুল ভোটে জয়লাভ করবে বলে আমি আশাবাদী।
সাতক্ষীরা ৩ আসনে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা তৌহিদুর রহমান খানের মনোনয়ন ক্রয়
পূর্ববর্তী পোস্ট