নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা ২ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন জেলা আ.লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক শামীম পারভীন রত্না। সোমবার (২০ নভেম্বর) দুপুরে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে তারা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
শামীম পারভীন রত্না সাতক্ষীরা জেলা মহিলা আ.লীগের সাবেক সংস্কৃতি বিষয়ক সম্পাদক ছিলেন। এছাড়াও সম্মিলিত সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক, জেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সাধারণ সম্পাদক, বর্ণমালা একাডেমির সভাপতি, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জেলা শাখার সদস্য সচিব, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য, রোটারী ক্লাব অব সাতক্ষীরার সদস্য, সাতক্ষীরা পাবলিক লাইব্রেরির আজীবন সদস্য, ফ্রেন্ডস ড্রামেটিক ক্লাবের আজীবন সদস্য, বিশ্ব মৈত্রী সাংস্কৃতিক’র সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত রয়েছে।
উল্লেখ্য, শামীম পারভীন রত্না ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় সম্মাননা গ্রহন, বিশ্বমৈত্রী সম্মাননা, আন্তর্জাতিক নারী দিবসের সম্মাননাসহ বিভিন্ন সম্মানা ও পুরস্কারে ভূষিত হয়েছেন।
সাতক্ষীরা ২ আসনে আ.লীগের মনোনয়নপত্র নিলেন শামীম পারভীন রত্না
পূর্ববর্তী পোস্ট