আব্দুর রশিদ: সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের বর্তমান সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। বুধবার বিকেলে তিনি জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হুমায়ুন কবিরের নিকট মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়া একই আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ কংগ্রেসের কেন্দ্রীয় মহাসচিব ইয়ারুল ইসলাম।
মনোনয়ন দাখিল শেষে এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ সাংবাদিকদের জানান, ১৪ দলের জোটগত নির্বাচন যদি না হয়, তবে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়বে, স্বাধীনতা-সার্বভোমত্ব অনিশ্চিত হয়ে পড়বে। মার্কিন সাম্রাজ্যবাদ গেড়ে বসবে এবং অসাংবিধানিক সরকার প্রতিষ্ঠিত হবে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় পার্টি কৌশলে এগুচ্ছে। সুতরাং আওয়ামী লীগের সঙ্গী হলো ১৪ দলীয় জোট।
বাংলাদেশ কংগ্রেসের কেন্দ্রীয় মহাসচিব ইয়ারুল ইসলাম বলেন, তালা কলারোয়া আসনটি দীর্ঘদিন ধরে অবহেলিত। এখানে রাস্তাঘাটসহ তালা কলারোয়ার সমস্যাগুলো চিহ্নিত করবো এবং তা সমাধানে ভূমিকা রাখবো। মাদক, সন্ত্রাস এবং চাঁদাবাজমুক্ত উপজেলা গড়ে তুলবো। আমরা নতুন দল হিসেবে নির্বাচন কমিশনারের সাথে কথা বলে সুষ্ঠু নির্বাচনের আশ্বাসে নির্বাচনে যাচ্ছি। এসময় তিনি তালা-কলারোয়াবাসীর সহযোগিতা কামনা করেন