নজরুল ইসলাম, তালা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের জাতীয় পার্টির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাপার প্রভাবশালী প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত্। গতকাল ঢাকার বনানী জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয় রজনীগন্ধা ভবন থেকে এ মনোনয়ন পত্র সংগ্রহ করেন। তিনি জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মুজিবুল হক চুন্নু এমপি, কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশীদ এর কাছ থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন। সৈয়দ দিদার বখত্ ১৯৮৮ সালে চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নে সাতক্ষীরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৯ সালের ২৩ ডিসেম্বর তিনি এরশাদের মন্ত্রিসভায় সংস্কৃতি প্রতিমন্ত্রীর দায়িত্ব পান এবং ১৯৯০ সালের ৬ ডিসেম্বর পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন। তিনি দায়িত্ব পালনকালে দক্ষিণ পশ্চিমঞ্চলের তথা সাতক্ষীরা জেলার অভাবনীয় উন্নয়ন সাধিত করেছেন। তিনি জাতীয় পার্টির প্রভাবশালী প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সাতক্ষীরা-১ আসনে নির্বাচনে অংশগ্রহনের অংশ হিসেবে বিগত ৫ বছর তালা-কলারোয়ার প্রতিটি ওয়ার্ডে কর্মী সম্মেলন করেছেন। তিনি মন্ত্রী থাকাকালীন এলাকায় অভাবনীয় উন্নয়ন করায় দলমত নির্বিশেষে দূর্নীতি মুক্ত, ক্লিন ইমেজের একজন সাদা মনের মানুষ ও বিভিন্ন মহলে গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে নিজের অবস্থান তৈরী করেছেন। অবাধ,সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হলে তিনি বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হবেন বলে তিনি আশাবাদী।