
ইয়ারব হোসেন/আকরামুল ইসলাম: ভারতে পাচারকালে সাতক্ষীরার ভোমরা সীমান্ত এলাকা থেকে ৫শ গ্রাম সোনাসহ চোরাকারবারী সজীব হোসেনকে আটক করেছে বিজিবি। বুধবার সকাল ১০টায় ভোমরা ইউনিয়নের লক্ষীদাড়ি সীমান্ত তাকে আটক করা হয়।
আটক চোরকারবারী সজীব হোসেন (৩০) লক্ষীদাড়ি গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
সাতক্ষীরার ভোমরা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার হারুন-উর-রশিদ জানান, ভারতে সোনা পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদে লক্ষীদাড়ি সীমান্তে অভিযান চালানো হয়। অভিযানকালে চোরাকারবানী সজীব হোসেনকে আটক করে দেহ তল্লাশী করা হয়। এ সময় তার কাছ থেকে ৫শ গ্রাম ওজনের এক পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে সজীব হোসেন স্বীকার করেছে উদ্ধার হওয়া সোনা ভারতে পাচারের চেষ্টা করছিল।