প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৫, ১২:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২০, ২০২০, ৮:৩৬ অপরাহ্ণ
সাতক্ষীরা সীমান্তে যুবককে আটকের পর ফেরত দিল বিএসএফ
সাতক্ষীরা সদরের কুশখালী বলফিল্ড সীমান্ত এলাকায় বাংলাদেশী যুবককে নির্যাতন করে ফেরত দিয়েছে ভারতীয় বিএসএফ। রোববার রাতে ওই যুবককে আটক করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী। এরপর সোমবার দুপুরে বিজিবির নিকট হস্তান্তর করে বিএসএফ।
আহত যুবক তবিবর রহমান (২৮) কুশখালী ইউনিয়নের কলবাজার এলাকার মৃত. আব্দুল লতিফের ছেলে।
তবিবর রহমানের ভাই রবিউল ইসলাম বলেন, রোববার রাত ১১ টার দিকে বাড়ি থেকে তিনজন ব্যক্তি আমার ভাইকে ডেকে নিয়ে যায়। সকালে শুনলাম আমার ভাইকে বিএসএফ গুলি করে মেরে ফেলেছে। তারপর খোঁজ নিয়ে জানতে পারলাম আমার ভাইকে গুলি করে মারেনি তবে বিএসএফ প্রচন্ড মারপিট করে বাঁশে ঝুঁলিয়ে ক্যাম্পে নিয়ে গেছে। এরপর আজ (সোমবার) দুপুর একটার পর বিজিবির কাছে ভাইকে হস্তান্তর করেছে বিএসএফ।
কুশখালী বিজিবি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেন, বিএসএফের সঙ্গে আলোচনা হয়েছে। আটক যুবককে কিছুক্ষণের মধ্যে হস্তান্তর করবে।
সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক গোলাম মহিউদ্দীন খন্দকার বলেন, বিএসএফ এক যুবককে আটক করেছিলেন। পরে তাদের সঙ্গে বৈঠক করে ওই যুবককে ফেরত আনা হয়েছে।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.