
প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা সীমান্তে ভারতে পাচারকালে বাংলাদেশী মহিলা নাগরিককে উদ্ধার এবং পাচারকারী বাংলাদেশী নাগরিক আটক করেছে (৩৩ বিজিবি)। অদ্য ২৫ অক্টোবর ২০২৫ তারিখ আনুমানিক ০৪৩০ ঘটিকায় সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ তলুইগাছা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৩/৩-এস হতে আনুমানিক ০৩ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে কুলিয়াডাঙ্গা নামক স্থান হতে বাংলাদেশী ০১ জন মহিলা নাগরিককে ভারতে পাচার করা হবে এমন তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) একটি বিশেষ অভিযান দল মোঃ আবুল কালাম (৭৪) পিতা-মৃত আব্দুল খালেক, গ্রাম-কুলিয়াডাঙ্গা, ডাকঘর-বাঁশদাহ, থানা-সাতক্ষীরা সদর, জেলা-সাতক্ষীরা এবং মোঃ ইমরান হোসেন (২৩), পিতা-মোঃ আবুল কালাম, গ্রাম-কুলিয়াডাঙ্গা, ডাকঘর-বাঁশদাহ, থানা-সাতক্ষীরা সদর, জেলা-সাতক্ষীরা এর বাড়িতে অভিযান পরিচালনা করে ভারতে পাচারের উদ্দেশ্যে রাখা সেতু আক্তার (২৩), পিতা-জিয়া শেখ, গ্রাম-দাশেরডাঙ্গা, ডাকঘর-লক্ষ্মীপাশা, থানা-লোহাগড়া, জেলা-নড়াইলকে উদ্ধার করা হয় এবং পাচারের সাথে জড়িত থাকায় ০২ (দুই) জনকে আটক করা হয়।
উদ্ধারকৃত বাংলাদেশী মহিলা নাগরিক এবং ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, মানবপাচারকারী ধৃত (১) মোঃ আবুল কালাম ও (২) মোঃ ইমরান হোসেন এবং মানবপাচার চক্রের আরো ১৫ জন পলাতক আসামীর সহায়তায় সেতু আক্তারকে ভারতে পাচার উদ্দেশ্যে নিয়ে যায় কিন্তু বিজিবির কঠোর নজরদারী ও টহল তৎপরতায় তারা পাচার করতে না পেরে সুযোগের অপেক্ষায় বাড়িতে এনে রাখে।
ধৃত বাংলাদেশী মানবপাচারকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করতঃ ও ভিকটিমকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর এবং মানব পাচারের সাথে জড়িত পলাতক ১৫ জন আসামীর নাম উল্লেখ করে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করা হচ্ছে।

