নিজস্ব প্রতিবেদক:সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২০ বোতল ফেনসিডিল, ৪০ বোতল ভারতীয় মদসহ বারো লক্ষাধিক টাকার বিভিন্ন ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার রাতে থেকে আজ শনিবার ভোর পর্যন্ত সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর বিভিন্ন বিওপির টহল দল এসব অভিযান চালায়।
বিজিবি জানিয়েছে, ভোমরা, ঘোনা, কুশখালি, কাকডাঙ্গা, মাদরা, হিজলদী ও সুলতানপুর বিওপি এবং বাঁকাল চেকপোস্টের দায়িত্বপূর্ণ এলাকায় এ পৃথক অভিযানগুলো পরিচালিত হয়। এতে ভারতীয় ঔষধ, শাড়ি, চশমা ও কসমেটিকসসহ মোট ১২ লাখ ১৪ হাজার ৫০০ টাকার মালামাল জব্দ করা হয়।
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, ভোমরা বিওপির টহল দল লক্ষীদাড়ি এলাকায় ২ লাখ ৫২ হাজার টাকার ভারতীয় ঔষধ ও শাড়ি জব্দ করে। একইভাবে ঘোনা, কুশখালি ও সুলতানপুর বিওপি সীমান্তের নতুনপাড়া, শ্বশানঘাট ও বরইবাগান এলাকা থেকে প্রায় সাড়ে তিন লাখ টাকার সমপরিমাণ চোরাচালানী মালামাল আটক করে।প্রায় পাঁচ লাখ টাকার ভারতীয় শাড়ি ও ঔষধের সবচেয়ে বড় চালানটি আটক হয় কাকডাঙ্গা বিওপির পাঁচটি অভিযানে। এখান থেকেই ৪০ বোতল ভারতীয় মদও জব্দ করা হয়।এ ছাড়া হিজলদী বিওপির অভিযানে শিশুতলা আমবাগান এলাকা থেকে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, ভারত থেকে এ মালামাল শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে পাচার করা হচ্ছিল। এতে দেশের স্থানীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকার রাজস্ব আয় হারাচ্ছে। জব্দ করা মালামাল শিগগিরই সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হবে।
৩৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক বলেন,“সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয় মানুষের সহযোগিতায় আমরা আরও কঠোর নজরদারি করছি।”