নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সীমান্তে মাদক পাচার রোধে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৩১ অক্টোবর থেকে ৬ নভেম্বর ২০২৫ পর্যন্ত সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর কুশখালী, চান্দুরিয়া ও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের টহলদল সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য জব্দ করে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তজুড়ে পৃথকভাবে পরিচালিত অভিযানে ৩০ বোতল ভারতীয় মদ, ১০ কেজি গাঁজা ও ১৩৩ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করা হয়। তবে অভিযানের সময় কোনো চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত মাদকদ্রব্যগুলো সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিকট নিয়মিত ডায়েরীভুক্ত করা হয়েছে। পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের জন্য তা স্টোরে সংরক্ষণ করা হয়েছে বলে জানায় বিজিবি।
বিজিবির দাবি, সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দারা এসব অভিযানকে স্বাগত জানিয়ে মাদক প্রতিরোধ কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন।
সাতক্ষীরা ৩৩ ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বলেন, দেশের তরুণ সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা নিয়ে কাজ করছে।