প্রেসবিজ্ঞপ্তিঃসাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় আঠারো লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, ঔষধ ও আগরবাতি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার (০৪ নভেম্বর ২০২৫) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।
বিজিবি জানিয়েছে, ব্যাটালিয়নের অধীন ভোমরা, গাজিপুর, ঘোনা, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, চান্দুরিয়া, সুলতানপুর বিওপি ও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় গত রাতে টানা অভিযান চালানো হয়।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে সাতক্ষীরা সদর ও কলারোয়া থানার বিভিন্ন সীমান্তপথ ও আশপাশের গ্রাম থেকে ভারতীয় শাড়ি ও বিভিন্ন প্রকার নিষিদ্ধ ঔষধ উদ্ধার করা হয়।এর মধ্যে সাতক্ষীরা সদর উপজেলার লক্ষীদাড়ি এলাকা থেকে ৩৫ হাজার টাকা মূল্যের শাড়ি, গাজিপুর কালবাট থেকে ৬ হাজার টাকার শাড়ি এবং দাঁতভাঙ্গা ও চারাবাড়ি বাশবাগান এলাকা থেকে মোট ৬৫ হাজার টাকার ভারতীয় ঔষধ জব্দ করা হয়।একইভাবে কলারোয়া উপজেলার ভাদিয়ালী, ফুলতলা বাজার, চান্দা, গোয়ালপাড়া, আমবাগান ও গোবিন্দকাঠী এলাকা থেকে বিভিন্ন সময়ে পৃথক অভিযান চালিয়ে প্রায় ১৬ লাখ টাকার ভারতীয় শাড়ি ও ঔষধ জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।সব মিলিয়ে জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১৭ লাখ ৯৬ হাজার টাকা।
সাতক্ষীরা বিজিবি অধিনায়ক লে.কর্নেল আশরাফুল হক জানান,জব্দ করা মালামাল সাতক্ষীরা কাস্টমসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।