প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৪, ২০২৫, ৯:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৪, ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ণ
 সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে তিন মাসে একুশ কোটি টাকার মালামাল জব্দ আটক-১২ 
     
  
        
        
      
    
    নিজস্ব প্রতিবেদকঃ সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে গত তিন মাসে বিশেষ চোরাচালান ও মাদকবিরোধী অভিযান চালিয়ে প্রায় একুশ কোটি টাকার ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। এ সময় ১২ জন চোরাকারবারী ও মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১ আগস্ট থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ব্যাটালিয়ন সদর ও অধীনস্থ বিওপি, ক্যাম্প এবং চেকপোস্টগুলো দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে এসব পণ্য ও মাদকদ্রব্য জব্দ করে।
বিজিবি জানায়, অভিযানে মোট ২০ কোটি ৯৪ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকার ভারতীয় আগরবাতি, কিটনাশক, খৈল, থ্রি পিস, ব্লাউজ, সেলাই মেশিন, মোটরসাইকেল, দুধ, ইঁদুর মারা বিষ, ট্রাক, মোবাইল, বিড়ি, প্রেসার কুকার, শাল-চাদর, প্রসাধনী, শাড়ি, ঔষধ, বোরকা এবং হেরোইন, ফেনসিডিল, ইয়াবা, গাঁজা, মদ, নেশাজাতীয় সিরাপ, ক্যাটাগ্রা, সিন্ডেনাফিল ও টেপাডল ট্যাবলেটসহ বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব পণ্য চোরাকারবারীরা শুল্ককর ফাঁকি দিয়ে ভারত থেকে বাংলাদেশে পাচারের চেষ্টা করেছিল। বিজিবির কঠোর নজরদারি ও মাদকবিরোধী জিরো টলারেন্স নীতির কারণে সীমান্তে মাদক পাচার অনেকাংশে কমে এসেছে বলে দাবি করা হয়।
আটক ১২ জন চোরাকারবারীর বিরুদ্ধে সাতক্ষীরা ও কলারোয়া থানায় মামলা করে তাঁদের পুলিশে হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাধ্যমে পরবর্তী সময়ে জনসম্মুখে ধ্বংসের জন্য সংরক্ষণ করা হয়েছে। অন্যদিকে জব্দ করা ভারতীয় চোরাচালানী পণ্য যথাযথ প্রক্রিয়া শেষে সাতক্ষীরা কাস্টমস শাখায় জমা দেওয়া হয়েছে।
অভিযান সম্পর্কে সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি বলেন, “বিজিবি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। দেশের তরুণ সমাজকে মাদক থেকে রক্ষা করতে সীমান্তে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
 
    
        
         Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.