নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সীমান্ত দিয়ে জাল টাকা দেশে প্রবেশের আশঙ্কায় বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। একই সঙ্গে স্থানীয় জনসাধারণকে সচেতন করতে মতবিনিময় সভা ও প্রচার কার্যক্রমও চালানো হচ্ছে।
বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি সীমান্ত সংলগ্ন এলাকায় একটি স্বার্থান্বেষী চক্র বিদেশ থেকে জাল টাকা পাচারের চেষ্টা করছে। এতে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ প্রেক্ষাপটে সীমান্তে নজরদারি ও সতর্কতা কার্যক্রম জোরদার করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হকের সার্বিক নির্দেশনায় বিজিবির নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল তৎপরতা, ভোমরা স্থলবন্দরে কঠোর তল্লাশি কার্যক্রম ও সীমান্তবর্তী এলাকায় সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে। স্থানীয় প্রশাসন, আনসার সদস্য ও সীমান্তবাসীর সহযোগিতায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। বিজিবি জানিয়েছে, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তঃসীমান্ত অপরাধ, বিশেষ করে জাল টাকা পাচার রোধে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে জাল টাকা প্রবেশ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হ