
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সিটি কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ নভেম্বর) সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসের বীর মুক্তিযোদ্ধা এমপি রবি ভবনের চতুর্থ তলায় সাতক্ষীরা সিটি কলেজ গভর্নিং বডির সভাপতি ও সাপ্তাহিক ইচ্ছেনদী সম্পাদক মকসুমুল হাকিম’র সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আ. লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ ড. মো. শিহাবুদ্দীন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিটি কলেজের উপাধ্যক্ষ মো. আলতাফ হোসেন, কলেজের আইসিটি বিভাগের বিভাগীয় প্রধান কাসেম আলী গাজী ও জেলা আওয়ামী লীগের সদস্য শেখ মনিরুল হোসেন মাসুম প্রমুখ। এসময় সাতক্ষীরা সিটি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সিটি কলেজের প্রভাষক শিমুল হোসেন ও প্রভাষক ইতিকা রানী মন্ডল।