ইমান আলী:
সাতক্ষীরা পুরাতন রেজিষ্ট্রী অফিসটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সেখানে সর্বসাধারনের ব্যবহার নিষেধ করেছেন কতৃপক্ষ। বড় বড় অক্ষরে লেখা আছে ঝুঁকিপূর্ণ ভবন সব ধরনের ব্যবহার নিষেধ। কিন্তু কর্তৃপক্ষের সম্মুখে সেই ভবনে হর হামেসা দলিল লেখার কাজ চালিয়ে যাচ্ছে দলিল লেখক মিশন। দলিল লেখার কারনে সেখানে নারী পুরুষ, বৃদ্ধ, ছোট ছোট শিশুদেরও আনা গোনা দেখা যায়। যেকোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা।
সরে জমিনে গিয়ে দেখা যায়, পরিত্যক্ত এই ভবনটির দেওয়ালে রয়েছে বড় ধরনের ফাটল, ছাদ খসে পড়ছে, তবু নেই কোন সতর্কতার বালাই। কর্তৃপক্ষ শুধুমাত্র একটি সাইনবোর্ড দিয়ে তাদের দায় সেরেছে।
এ বিষয়ে দলিল লেখক মিশনের সাথে কথা বলা সম্ভব না হলেও কথা হয় তার পিতার সাথে। তার পিতার কাছে ঝুঁকিপূর্ন ভবনের নিচে দলিল লেখার কাজ সম্বন্ধে জানতে চাইলে তিনি জানান, ৩০ বছর যাবৎ ভবনটি এই অবস্থায় আছে কিছু হয়নি, সুতরাং কিছুই হবেনা।
এব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন সচেতন মহল।