
প্রেস বিজ্ঞপ্তি:
সাইবার সচেতনতাম‚লক কাজ, মোবাইল উদ্ধার, ভিকটিম উদ্ধারসহ বিভিন্ন সাইবার অপরাধ নির্মুলে গঠিত সাতক্ষীরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের ফোকাল পয়েন্ট অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপারের (সদর) সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাতক্ষীরা সাইবার-ক্রাইম অ্যালার্ট টিমের সদস্যরা।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল ১০টায় সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে সাইবার-ক্রাইম অ্যালার্ট টিমের পরিচালক শেখ মাহবুবুল হকের নেতৃত্বে টিমের সদস্যরা অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ ইকবাল হোসেনের সাথে সাক্ষাৎ করেন। এসময় উপস্থিত ছিলেন টিমের সদস্য মো. রাকিব হোসেন, মো. ইনামুল হোসেন, মো. শাহজান কবির, হুমাইরা বিনতে হক, নাজমুন নাহার মিরা, মো. মোমিন হোসেন ও কর্ণ বিশ্বাস।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এসময় জেলা পুলিশের পক্ষ থেকে সাইবার-ক্রাইম অ্যালার্ট টিমের সদস্যদের সাধুবাদ জানান এবং সবধরনের সহযোগিতা ও প্রশিক্ষণের আশ্বাস দেন।