
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের সরদার আর নেই। সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের গাভা গ্রামের রজব আলী সরদার ও আছিয়া বেগমের বড় পুত্র ফিংড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার মঙ্গলবার রাত ১০টা ১৫ মিনিটের সময় নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। বুধবার জোহর নামাজের পর মরহুমের জানাজা নামাজ গাভা কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।