আরিফুল ইসলাম আশা: ৫ শ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সাতক্ষীরা সদর থানা পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে শহরের গড়েরকান্দা পূর্ব পাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে এ আটকের ঘটনা ঘটে। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মো. আজিজুল ইসলাম (২২)। তিনি ওই এলাকার চিহ্নিত মাদক চোরাকারবারি আব্দুল হাকিম ও আঞ্জুয়ারা’র ছেলে।
এবিষয়ে সাতক্ষীরা সদর থানার ইন্সপেক্টর (ওসি তদন্ত) নজরুল ইসলাম জানান, শহরের গড়েরকান্দা এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে এমন বিশ্বস্থ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মো. মহিদুল ইসলাম এর নেতৃত্বে থানার এসআই পিন্টু লাল দাস, এএসআই মো. শরিফুল ইসলাম, এএসআই আব্দুল কুদ্দুস হাওলাদার সহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে। এসময় আজিজুল ইসলাম নামের এক যুবককে আটকের পর দেহ তল্লাশি করে তার কাছথেকে ৫০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মহিদুল ইসলাম জানান, এ সংক্রান্তে থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।