নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার ১৪টি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের সাথে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলিপুর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান গণমানুষের প্রাণপ্রিয় নেতা আলহাজ্ব মো. আব্দুর রউফ এঁর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) আলিপুর সোনালী ফিলিং ষ্টেশনের সামনে জেলা বিএনপির সদস্য ও আলিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রভাষক মো. আতাউর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষের সাতক্ষীরা-২ আসনের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এডভোকেট সৈয়দ ইফতেখার আলী, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ তারিকুল হাসান, জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, সদর থানা বিএনপির সাবেক আহবায়ক ও শিবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক শেখ আইনুল ইসলাম নান্টা, সাতক্ষীরা পৌর বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রাজু, জেলা কৃষক দলের সাবেক আহবায়ক আহসানুল কাদির স্বপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক সোহেল আহমেদ মানিক, জেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক এইচ আর মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর থানার স্বেচ্ছাসেবক দলের গোলাম সারোয়ার, জেলা ছাত্রদলের মনজুরুল আলম বাপ্পি, রবিউল ইসলাম, কুশখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বাশার প্রমুখ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর যুবদলের আহ্বায়ক আলী শাহীন, সদর থানা যুবদলের আহবায়ক নজরুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব মাসুম রানা সবুজ, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সুমনুর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম কল্লোল, সাবেক সহ-সাংগঠনিক সাংগঠনিক সম্পাদক কাজী রাসিউল করিম রোমান, সাবেক সহ-সাংঠনিক সাংগঠনিক সম্পাদক দেবাশীষ চৌধুরী, আলিপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি রেজাউল ইসলাম গাজী ও সাবেক জেলা যুবনেতা আরিফ ইকবাল প্রমুখ। মতবিনিময় সভায় বক্তারা বলেন, সাতক্ষীরার মাটি বিএনপির ঘাঁটি, জামায়াতকে মোকাবেলা করতে একমাত্র বিএনপি-ই পারে। জাতীয়তাবাদী দল ডিএমপি মনোনীত ধানের শীষের কান্ডারী আলহাজ্ব মোঃ আব্দুর রউফ সাতক্ষীরার গণমানুষের নেতা। যে কারণে নির্বাচনে জয়লাভ নিয়ে জামায়াতের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিএনপি সাতক্ষীরায় ধানের শীষ প্রতীক নিয়ে আগে নির্বাচন করেনি। যে কারণে সাতক্ষীরার মানুষ ধানের শীষ প্রতীকে মন থেকে ভোট দেয়ার জন্য তৈরী হয়ে আছে।
সাতক্ষীরা সদরের ১৪টি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের সাথে ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফের মতবিনিময় সভা বিশাল জনসভায় রূপ নেয়। সদর উপজেলার ১৪টি ইউনিয়ন বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন আলিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ হাদীউজ্জামান বাদশা।