ফিরোজ হোসেন: সাতক্ষীরা সদর উপজেলার ১৩ টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৩ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে এ শপথ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ইউপি চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান। শপথ নেয়ার আগে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক।
শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক মাশরুবা ফেরদাউস, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটগন উপস্থিত ছিলেন। এসময় সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহ ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, ঝাউডাঙ্গা ইউনিয়নের আজমল হোসেন ও ব্রহ্মরাজপুর ইউনিয়নের মো. আলাউদ্দিন, কুশখালী ইউনিয়নের আবদুল গফফার, লাবসা ইউনিয়নের আবদুল আলিম ও বল্লী ইউনিয়নের মহিতুল ইসলাম, ভোমরা ইউনিয়নের ইসরাঈল গাজী, আগড়দাড়ি ইউনিয়নের কবির হোসেন, বৈকারী ইউনিয়নের মোস্তফা কামাল, ঘোনা ইউনিয়নের আবদুল কাদের, শিবপুর ইউনিয়নের আবুল কালাম আজাদ, ধুলিহর ইউনিয়নের মিজানুর রহমান চৌধুরী ও ফিংড়ি ইউনিয়নের লুৎফর রহমানসহ নবনির্বাচিত চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত ১১ নভেম্বর সাতক্ষীরা সদর উপজেলার ১৩ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।