নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদরের মাছখোলায় সন্ত্রাসীদের মারপিটে আলামিন হোসেন (২৩) নামে এক টাইলস্ মিস্ত্রী আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীনা জানিয়েছেন, মঙ্গলবার সন্ধায় মাছখোলা নদীর ্ওয়াপদার ধারে বসবাসকারি আকবর হোসেনের পুত্র টাইলস্ মিস্ত্রী আলামিনের সাথে মাছখোলা বাজারের এক ব্যবসায়ীর তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এঘটনার জের ধরে ঐ ব্যবসায়ীর দোকান মালিক একই এলাকার মফিজের নেতৃত্বে সন্ত্রাসীরা অসহায় আলামিনকে বেধড়ক মারপিট করে আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।