আব্দুর রশিদ: বৃহস্পতিবার যানজটের নতুন চিত্র দেখল সাতক্ষীরা। সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে শুরু করে বড়বাজার হাটের মোড় পর্যন্ত তিন কিলোমিটার সড়কে প্রায় তিন ঘন্টা ব্যাপী যানজটের সৃষ্টি হয়। জটের হাত থেকে রেহাই পায়নি পার্শ্ব সড়কগুলো।
দীর্ঘদিন পর বৃহস্পতিবার থেকে লকডাউন শিথীল করা হয় ঈদুল আযহা উপলক্ষে। এতদিন পর মুক্তভাবে বের হওয়ার সুযোগ পেয়েই ছাড়তে রাজি হননি কেউ। তাই সবাই প্রায় একই সাথে সড়কে বের হয়েছেন। এমনটাই মনে হচ্ছে সড়কগুলো ঘুরে। অবশ্য অন্য কারণও আছে। লকডাউন শিথীলের প্রথম দিন, সেই সাথে আর্থিক প্রতিষ্ঠানগুলোর সপ্তাহের শেষ দিন আবার দেশের বিভিন্ন জেলা থেকে আগতদের চাপে শহরে এমনই ত্রাহী অবস্থার সৃষ্টি হয়। এসময় সাতক্ষীরা সদর থানায় দায়িত্বরত ট্রাফিক পুলিশ ও সার্জেন্টদের জট ছাড়াতে হিমশিম খেতে হয়। মাঝে মাঝে নির্দেশনা না মেনে বাইক ও অন্যান্য যান হুট করে বিপরিতে ঢুকিয়ে দিয়ে ট্রাফিক পুলিশদের সাথে তর্কতর্কিও করতে দেখা যায় অনেককে। এতকিছুর পরও করোনার ভয়াবহতাকে থোড়াই কেয়ার করেছেন কেউ কেউ। না ছিল মাস্ক, আবার থাকলেও সেটি স্বাস্থ্য সম্মত ভাবে পরা হয়নি। এর মধ্যে কাপড়ের দোকানগুলোতে স্বাস্থ্যবিধির বালাই ছিলনা। এভাবে পার হলো শিথীল লকডাউনের প্রথম দিন। তবে দীর্ঘদিন পর এ রকম যানজট দেখল সাতক্ষীরাবাসী।