
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা শহরের প্রানকেন্দ্র পলাশপোল এলাকায় (মাওয়া চাইনিজ রেস্তরার পূর্ব পাশের্^) মৃত: জব্বার মোক্তারের ছেলে রবিউল ইসলাম এর ৩ তলা বিল্ডিংয়ের নীচ তলায় মাদক বিক্রি, সেবন এবং জুয়ার আসর বসচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগে জানা গেছে। এলাকাবাসীর অভিযোগে জানা যায়, রবিউল ইসলামের সুরক্ষিত বাড়ীতে দীর্ঘদিন ধরে পলাশপোলের মাদক ব্যবসায়ী ও জুয়াড়ী শরীফ জেলার বিভিন্ন এলাকা থেকে মাদক সেবনকারী ও ব্যবসায়ীদের নিয়ে এসে সেবন করিয়ে জুয়ার আসর বসায়। মাদকাসক্ত ও জুয়াড়ীদের চিৎকার চেচামেচিতে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে বলে অভিযোগ। বিষয়টি বাড়ীর মালিক রবিউল ইসলামকে জানানোর পরেও তিনি কোন ব্যবস্থা নেননি। অবিলম্বে মাদক ও জোয়ার আখড়া বন্ধের জন্য পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।