নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে শীতাতপ নিয়ন্ত্রিত “007 BARBER SHOP” সেলুন এর শুভ উদ্বোধন হয়েছে । খুলনা রোড মোড়ের ওয়ালটন শোরুমের ২য় তলায় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় এই শুভ উদ্বোধন হয়। এসময় উপস্থিত ছিলেন,সাতক্ষীরা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ তানভীর হোসাইন , জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুজ্জামান, সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শহীদ সাহাজাদ আলী,সাতক্ষীরা সরকারি কলেজের প্রফেসর রাশেদুজ্জামান,সাংবাদিক সাদিকুর রহমান প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে আগত অতিথিরা ফিতা কেটে “007 BARBER SHOP”সেলুন এর শুভ উদ্বোধন এবং সাফল্য কামনা করেন ।
সেলুন এর স্বত্বাধিকারী সৈয়দ মুরাদ বিন জামান (সোহান) বলেন, ‘সময়ের সাথে সাথে মানুষের মধ্যে রূপ সচেতনতা বাড়ছে। নিজেকে সুন্দর করে উপস্থাপন করার জন্য বেছে নিতে হয় পার্লারকে। আর এই কথাটাকে মাথায় রেখেই আমাদের এমন উদ্যোগ। আমাদের সঙ্গে চার জন বিশেষজ্ঞ আছেন রাজু,অলোক,ইমন,চিরঞ্জিত।