
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা ল কলেজের গভর্নিং বডির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে সাতক্ষীরা ল কলেজের প্রিন্সিপালের অফিস কক্ষে কলেজ গভর্নিং বডির সভাপতি ডা. মিনহাজ আহমেদ এর সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন গভর্নিং বডির সদস্য সচিব ও সাতক্ষীরা ল কলেজের প্রিন্সিপাল ডক্টর রবিউল ইসলাম খান, সদস্য আলহাজ্ব এডভোকেট শেখ
এমদাদুল ইসলাম, এডভোকেট প্রণব কুমার সরকার, অধ্যক্ষ মো. আবু সাঈদ, অ্যাডভোকেট আ কা ম শামসুদ্দোহা, এডভোকেট শেখ মাগফুর রহমান, এডভোকেট শেখ আলমগীর আশরাফ, অ্যাডভোকেট আলহাজ্ব মোঃ ফজলুর রহমান, এডভোকেট মোঃ শহীদ হাসান প্রমুখ। গত ইংরেজি ১৯/০৭/২০২৫ তারিখে সাতক্ষীরা ল কলেজে প্রভাষক নিয়োগ নির্বাচনী পরীক্ষায় কিছু পদ্ধতিগত ত্রুটি পরিলক্ষীত হওয়ার কারণে আইনজীবী সমাজ ও জনমনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। জেলার ২২ লক্ষ মানুষের সম্পদ সাতক্ষীরা ল কলেজের প্রতি সবার দাবি ও অধিকার আছে। তাই সাতক্ষীরা তথা দেশবাসীর একটি অংশের মধ্যে বিষয়টি নিয়ে যে প্রশ্নের উদ্রেক হয়েছে তা নিরসনের জন্য সাতক্ষীরা ল কলেজ গভর্নিং বডির সভায় সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক প্রভাষক নিয়োগ পরীক্ষাটি বাতিল করা হয় এবং অতি সত্বর প্রভাষক নিয়োগ পরীক্ষা পুনরায় গ্রহণের জন্য প্রভাষক নিয়োগ নির্বাচনী বোর্ড গঠন করা হয়। আগামী ২৬/০৭/২০২৫ তারিখ থেকে পুনরায় আগ্রহীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করার সিদ্ধান্তসহ গভর্নিং বডির সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয় গ্রহণ করা হয়।