শ্যামনগর প্রতিবেদক: ‘বন সংরক্ষণের অঙ্গীকার টেকসই উৎপাদন ও ব্যবহার’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে (২১ মার্চ) সোমবার দুপুর ১টার সময় সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম বনবিভাগ, খুলনার আয়োজনে শ্যামনগর উপজেলার সুনামধন্য প্রতিষ্ঠান কলবাড়ী নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে আন্তর্জাতিক বন দিবস-২০২২ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন, সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক এম, এ হাসান। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ ও ৭নং মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসীম মৃধা, প্রধান শিক্ষক শিবাশীষ কুমার মন্ডল, বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা নুর আলম, কদমতলা স্টেশন কর্মকর্তা মোশাররফ হোসেন, মধু গবেষক মঈনুল আনোয়ার প্রমুখ।
অনুষ্ঠানে বক্তরা আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে বন সংরক্ষণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে বলেন, বন আমাদের জাতীয় সম্পদ, সুন্দরবন আমাদের মায়ের মতন, সুন্দরবন আমাদের পরিবেশের একমাত্র ভারসাম্য। এটি টিকে রাখার জন্য স্থানীয়দের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। সুন্দরবন হরিন শিকার, বিষ দিয়ে মাছ শিকার সহ বিভিন্ন অপরাধকারীদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা। বন একমাত্র আমাদেরকে প্রাকৃতিক দুর্যোগ হতে রক্ষা করে, এজন্য বনকে সংরক্ষণ করতে সবাই একসাথে কাজ করতে হবে। সমগ্র অনুষ্ঠান টি সঞ্চালনা করেন কলাগাছিয়া বন টহলফাঁড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম।