প্রিন্ট এর তারিখঃ মে ২৯, ২০২৫, ৭:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৬, ২০২৫, ৯:৩৫ অপরাহ্ণ
সাতক্ষীরা রইচপুর পৌর ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য নবায়ন
মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: সাতক্ষীরায় ২৬ মে ২০২৫ সন্ধ্যা ০৮ সময় সাতক্ষীরা রইচপুর পৌরসভার ৭নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য নবায়ন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত এই কার্যক্রমে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মহসিন আলম এবং আলমগীর হোসেন আলম উপস্থিত থেকে সদস্যদের নবায়ন সম্পন্ন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পৌরসভার সাত নাম্বার ওয়ার্ড সার্চ কমিটির ২নং সদস্য মো. আনোয়ারুল ইসলাম।
কার্যক্রমটি ৭নং ওয়ার্ডের রইচপুর আব্দুর রাজ্জাকের মোড়ে অনুষ্ঠিত হয়। ওয়ার্ডের আগ্রহী ও সক্রিয় নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে তাদের সদস্যপদ নবায়ন করেন। এই নবায়ন প্রক্রিয়া স্বেচ্ছাসেবক দলকে আরও সুসংগঠিত এবং শক্তিশালী করতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সদস্য নবায়ন কার্যক্রমে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে মহসিন আলম বলেন, "স্বেচ্ছাসেবক দল দেশের ক্রান্তিকালে জনগণের পাশে দাঁড়িয়েছে। দলের প্রতিটি সদস্যকে দেশ ও দশের কল্যাণে নিবেদিত প্রাণ হিসেবে কাজ করতে হবে।" তিনি আরও বলেন, সাতক্ষীরা " পৌরসভার সাত নাম্বার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল আগামী দিনে আরও জোরালো ভূমিকা পালন করবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখবে।"
আলমগীর হোসেন আলম তার বক্তব্যে বলেন, "সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দল অত্যন্ত শক্তিশালী একটি ইউনিট। আজ ৭নং ওয়ার্ডে যে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সদস্য নবায়ন সম্পন্ন হলো, তা আমাদের সেই শক্তিরই প্রতিফলন।" তিনি সকল নবায়িত সদস্যকে দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে কাজ করার আহ্বান জানান।
সার্চ কমিটির সদস্য মো. আনোয়ারুল ইসলাম বলেন, "স্বেচ্ছাসেবক দল বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আজকের এই সদস্য নবায়ন কার্যক্রম প্রমাণ করে যে তৃণমূল পর্যায়েও দলের ভিত্তি অত্যন্ত মজবুত।" তিনি নবায়িত সদস্যদের দলকে আরও গতিশীল করার জন্য কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন। সদস্য নবায়ন কার্যক্রম শেষে উপস্থিত সকলের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
এই সদস্য নবায়ন প্রক্রিয়া সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কাঠামোকে আরও সুসংহত করবে এবং আগামী দিনে দলীয় কর্মসূচিতে আরও সক্রিয় অংশগ্রহণের পথ প্রশস্ত করবে বলে আশা করা হচ্ছে। দলের নেতৃবৃন্দ মনে করছেন, এই কার্যক্রমের মধ্য দিয়ে রইচপুর পৌর স্বেচ্ছাসেবক দল নতুন উদ্দীপনায় জনগণের সেবায় নিজেদের নিয়োজিত করতে পারবে এবং যেকোন দলীয় কর্মসূচিতে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.