
তালা অফিস থেকে নজরুল ইসলাম: খুলনার ডুমুরিয়া উপজেলার আরশনগর গ্রামের মোঃ সালাউদ্দীন সেখ এর একমাত্র পুত্র মোঃ রাকিবুল ইসলাম ( ২১) গত ২৯ মে রবিবার সকাল ১০ টায় বাইসাইকেল থেকে পড়ে যায় এবং আঘাত প্রাপ্ত হয়। বেলা সাড়ে দশটা থেকে প্রসাবের রাস্তায় প্রচুর রক্ত প্রসাব শুরু হয়। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৪ র্থ তালায় পুরুষ সার্জারী ওয়ার্ডের এম,এস ২৬ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছে। আর্থিক সংগতি নাথাকায় উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক চেয়ারম্যান ও মানব উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাংবাদিক এসএম নজরুল ইসলাম তার চিকিৎসা ভার গ্রহন করেন। সাংবাদিক এসএম নজরুল ইসলাম জানান, গতকাল মেডিকেলে ভর্তি করার পর থেকে ভাইপো সৌরভ খাঁন এর দায়িত্ব দেই রাতদিন দায়িত্বপালন করে। বেলা ১টার সময় ওটিতে নেওয়া হয় বেলা ৩ টা ৩০ মিনিটে সফলভাবে অপারেশন শেষহয়। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার সহ সকল ষ্টাফ অত্যন্ত আন্তরিকতার সাথে অপারেশন করেন। প্রসাব লাইনের সাথে নল সেট করে বাহিরে প্রসাব ব্যবস্থা করা হয়েছে। ডাক্তার ও ষ্টাফদের আন্তরিকতায় রাকিবুলের পিতা মাতা স্ত্রী খুশি।