নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার বাঁকালে অবস্থিত সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতাল। উক্ত মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে অবৈধভাবে গড়ে উঠেছে নানান ধরনের দোকানপাট। সরেজমিনে পরিদর্শন করে দেখা যায় যে, সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপতালের প্রধান ফটকের বাম ধারে অর্থাৎ পূর্ব পার্শ্বে মিলনের ফলের দোকান ও বাবু ,খলিল, আসাদুল, শরীফ, ছালাম , মাজহারুল, নুরজাহান এদের সকলেরই চায়ের দোকান এবং ডান ধারে অর্থাৎ পশ্চিম পার্শ্বে আকবর, শরীফ, সোহাগ, রবিউল,্্্্্্্্্্্ এদের চায়ের দোকান ও রিপন, মাসুম ও গরীবে নেওয়াজ এই তিনটা হোটেল। এসব দোকানদারেরা সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালের অনুমতি ছাড়াই অবৈধভাবে দোকান গড়ে তুলে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। ফল ব্যবসায়ী মিলনের কাছে মেডিকেল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে দোকান করা কিনা জানতে চাইলে অনুমতি নেওয়া হয়নি বলে জানান । এভাবে বাবু, খলিল ,আসাদুল ,সোহাগ, মাসুম ছাড়াও আরও অনেকের কাছে অনুমতির বিষয়ে জানতে চাইলে তারাও না সূচক উত্তর দেন। এ ব্যাপারে মেডিকেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে বলেন যে,আমরা একাধিকবার দোকানদারদের দোকান সরিয়ে নেওয়ার জন্য বললেও দোকানদাররা আমাদের কোন কথায় কর্ণপাত না করে এক প্রকার জোর করে দোকান চালিয়ে যাচ্ছে। সচেতন মহলের ধারনা এক্ষনে সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনের দোকানপাট উচ্ছেদ না করলে ভবিষ্যতে সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনের সমস্ত জায়গা পর্যায়ক্রমে দোকানদারদের দখলে চলে যাবে। মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ এবং সচেতন মহল এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।