
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নব-নির্বাচিত আলহাজ¦ কে.এম আযম খসরুরকে সাতক্ষীরা জাতীয় মহিলা শ্রমিক লীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১০.৩০ মিঃ সাতক্ষীরা সার্কিট হাউজে সাতক্ষীরা জাতীয় মহিলা শ্রমিক লীগের আয়োজনে কে.এম আযম খসরুকে ফুলেল শুভেচ্ছা জানান দলের সকল নেত্রীরা।
এসময় উপস্থিত ছিলেন, খুলনা জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি বিএম জাফর, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. ইনছুর আলী,
আমাদের আলোকিত সমাজ’র ঢাকা’র সাধারণ সম্পাদক এমদাদুল হক সুজন,
জাতীয় মটর শ্রমিক লীগ সহÑসভাপতি মো: আলমাছ হাওলাদার (মিন্টু), জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম.এ খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ সরদার, সদর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. রমজান আলী, সদর উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব জাহিদ হোসেন খান প্রমুখ।