নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, নারী ও শিশু পাচার এবং মাদকসহ বিভিন্ন সীমান্ত অপরাধ রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্যাপক জনমত গঠন কার্যক্রম পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।
জানা যায়, গত ৩১ অক্টোবর হতে ০৬ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত ব্যাটালিয়নের অধীনস্থ ভোমরা, গাজিপুর, কালিয়ানী, কুশখালী, তলুইগাছা, কাকডাংগা, মাদরা, হিজলদী ও সুলতানপুর বিওপি এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দায়িত্বপূর্ণ সীমান্ত অঞ্চলে কোম্পানি ও বিওপি কমান্ডারদের নেতৃত্বে এসব মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভাগুলোতে স্থানীয় মসজিদের ইমাম, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণিপেশার সাধারণ মানুষসহ আনুমানিক ৫০০-৬০০ জন উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণ যদি সচেতন ভূমিকা পালন করে এবং বিজিবির সাথে সমন্বয় রেখে তথ্য প্রদান করে তবে চোরাচালান, মানবপাচার ও মাদক প্রবাহ উল্লেখযোগ্যভাবে কমে যাবে। এ সময় মাদকের কুফল সম্পর্কে বিশেষভাবে আলোচনা করা হয় এবং যুব সমাজকে মাদকের ধ্বংসাত্মক হাত থেকে রক্ষায় অভিভাবকদের অধিক সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
বক্তারা আরো বলেন, সীমান্ত এলাকার নিরাপত্তা রক্ষা শুধু বিজিবির একার দায়িত্ব নয়; জনগণের সহযোগিতাই সীমান্ত অপরাধ রোধে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে। সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং কোনো ব্যক্তি যাতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করতে না পারে—এ বিষয়ে উপস্থিত সকলকে সতর্ক ও দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রদান করা হয়।
সভায় অংশগ্রহণকারী স্থানীয় বাসিন্দারা বিজিবির এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানান এবং সব ধরনের সীমান্ত অপরাধ রোধে বিজিবিকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।