নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা বিদ্যুৎ অফিসের (সাতক্ষীরা বিদ্যুৎ সরবরাহ) সহকারী প্রকৌশলী মিজানুর রহমানের অবসর জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা বিদ্যুৎ সরবরাহ অফিসের (পাওয়ার হাউজ) এর দ্বিতীয় তলায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নির্বাহী প্রকৌশলী জিয়াউল হক। এসময় বক্তব্য রাখেন, সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী রাজিব রায়, শফিকুল ইসলাম, রুবেল হোসেন, ইলিয়াস হোসেন, সিবিএ সাধারণ সম্পাদক রেজাউল করিম, জহিরুল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, সিবিএ’র সভাপতি বিকাশ চন্দ্র দাস। এসময় অবসর জনিত কারণে বিদায়ী সহকারী প্রকৌশলী মিজানুর রহমানকে ক্রেস্ট এবং ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।