রুবেল হোসেন: প্রতিষ্ঠিত হতে যাওয়া সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: প্রাপ্তি ও প্রত্যাশা শীর্ষক সেমিনার, আবৃত্তি ও সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির আয়োজনে শনিবার (১৪ অক্টোবর) বিকাল ৫ টায় সাতক্ষীরাস্থ ম্যানগ্রোভ সভাঘরে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান অধ্যাপক মন্ময় মনিরের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসকের পক্ষে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আকাশ। অতিথি ও আলোচক হিসাবে উপস্থিত থেকে সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: প্রাপ্তি ও প্রত্যাশার উপর বক্তব্য রাখেন কবি ও প্রাবন্ধিক শুভ্র আহমেদ, সাবেক জেলা শিক্ষা অফিসার কবি কিশোরী মোহন সরকার, সাতক্ষীরা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা এস.এ.এম আব্দুল ওয়াহেদ, সাতক্ষীরা সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, বর্তমান অধ্যক্ষ বাসুদেব বসু।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অধ্যাপক পবিত্র মোহন দাশ, অধ্যাপক আশুতোষ সরকার, প্রভাষক শহীদুল ইসলাম, প্রভাষক শিবপদ সরকার, জাসদ নেতা মোঃ ফজলুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব একোব্বার হোসেন, নবকুমার ঢালী, সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু, এম.ঈদুজ্জামান ইদ্রিস প্রমুখ।
সেমিনারে বক্তারা বলেন, “সাতক্ষীরায় সদ্য অনুশাসন হওয়া সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও পরিচালনার জন্য সাতক্ষীরার সুশীল সমাজের পরামর্শ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের কাছে পাঠাতে হবে। প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের দাবীতে আন্দোলন করা ব্যক্তি ও সুশীল সমাজের প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাথে সাক্ষাতের সুযোগ পায় তার ব্যবস্থা করতে করতে হবে। বিশ্ববিদ্যালয় যাতে বিশ্বমানের অবকাঠামো ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করা যায় সেদিকে খেয়াল রাখতে হবে। কোনমতে যেন সাম্প্রদায়িক ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের কোন স্তরে নিয়োগ না পায় সেজন্য সতর্ক থাকতে হবে।”
বিজ্ঞানমনস্ক শিক্ষক নিয়োগ এবং সাতক্ষীরা শহরের নিকটে, লাবসা, বিনেরপোতা বা বাইপাস এলাকায় অনুমোদিত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবী জানান বক্তারা।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধান শিক্ষক কাজী গুলশান আরা।