প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৯, ২০২৫, ৩:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৮, ২০২৫, ৮:৪৬ অপরাহ্ণ
সাতক্ষীরা বিজিবির অভিযানে মাদকসহ ১৩ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ
নিজস্ব প্রতিবেদক:সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মদসহ প্রায় ১৩ লাখ টাকার বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। শনিবার (৮ নভেম্বর) ভোর থেকে দুপুর পর্যন্ত ভোমরা, গাজিপুর, বৈকারী, কালিয়ানী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, হিজলদী ও চান্দুরিয়া বিওপি এবং বাঁকাল চেকপোস্ট ও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আওতাধীন এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ভারতীয় মদ, ওষুধ, শাড়ি, নারকেল তেল, গৌরী মলম ও পাতা বিড়িসহ প্রায় ১২ লাখ ৭০ হাজার ৬০০ টাকার পণ্য জব্দ করা হয়েছে।
এর মধ্যে সবচেয়ে বড় চালানটি আটক করে কাকডাঙ্গা বিওপির টহল দল। তারা সীমান্ত পিলার ১৩/৩ এস-এর কাছে কলারোয়া থানার গেরাখালি এলাকায় অভিযান চালিয়ে ১০০ বোতল ভারতীয় মদ জব্দ করে, যার আনুমানিক মূল্য প্রায় দেড় লাখ টাকা।
এছাড়া ভোমরা, গাজিপুর, বৈকারী, কালিয়ানী, মাদরা, তলুইগাছা, চান্দুরিয়া, হিজলদী ও ঝাউডাঙ্গা এলাকায় পৃথক অভিযানে বিভিন্ন ধরনের ভারতীয় ওষুধ, শাড়ি ও অন্যান্য পণ্য উদ্ধার করা হয়। এসব পণ্যের মোট বাজারমূল্য প্রায় ১১ লাখ টাকার বেশি বলে জানিয়েছে বিজিবি।
সাতক্ষীরা -৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক, বলেন, “চোরাকারবারীরা শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য বাংলাদেশে পাচার করছিল। এতে দেশের স্থানীয় শিল্প ক্ষতিগ্রস্ত হয় এবং রাজস্ব আদায় কমে যায়। বিজিবি এসব অপরাধ দমনে সব সময় সতর্ক অবস্থানে আছে।”
তিনি আরও জানান, জব্দ করা পণ্যগুলো সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.