
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা বাস টার্মিনালের দখল নিয়ে মালিক পক্ষের দুই গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। বাস টার্মিনাল দখলকে কেন্দ্র করে বুধবার বেলা ১০টার দিকে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে। অবশেষে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মালিক সমিতি কার্যালয়টি সিলগালা করে দেয়।
সাতক্ষীরা বাস টার্মিনালকে কেন্দ্র করে জেলা শ্রমিক লীগের সভাপতি সাইফুল করিম সাবু ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু আহম্মেদের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। সাইফুল করিম সাবুর নেতৃত্বে বাস টার্মিনাল চলছিল।
সম্প্রতি কয়েকজন বাস মালিকের বাস বন্ধ নিয়ে বিরোধ হয়। এই বিরোধের জের ধরে উভয়পক্ষের হামলায় এ ঘটনায় ১০ জন আহত হয়েছে। আহতদের তাৎক্ষনিক নাম ঠিকানা পাওয়া যায়নি।
এই হামলা ও সংঘর্ষ নিয়ে দু’গ্রুপের লোকজন পাল্টাপাল্টি অভিযোগ করছে।
এদিকে, এ ঘটনার পর পরই অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎমিশের নেতৃত্বে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরবর্তীতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্ল্যার নেতৃত্বে টার্মিনালের অফিস কক্ষ সীলগালা করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, এখন বিষয়টি জেলা প্রশাসনের নিয়ন্ত্রাধীন। বর্তমানে পরিস্থিতি পুলিশের উপস্থিতিতে স্বাভাবিক রয়েছে।