
প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার্স এ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে সাতক্ষীরা প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক জি এম নূর ইসলাম এবং সাধারণ সম্পাদক বিটিভির জেলা প্রতিনিধি ও চেয়ারম্যান মোঃ মোজাফ্ফর রহমানসহ প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। মঙ্গলবার সন্ধা ৭ টায় সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে মতবিনিময় সভা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় প্রেসক্লাবের সভাপতি জি এম নূর ইসলাম বলেন, প্রেসক্লাবকে সাতক্ষীরার গণমানুষের প্রতিষ্ঠানে পরিণত করতে তার কমিটি কাজ করছে। সাংবাদিকদের যে কোনো প্রয়োজনে প্রেসক্লাব সহযোগিতার হাত সম্প্রসারিত করবে। তিনি সাংবাদিকতার মত মহান পেশার সাথে যারা যুক্ত হবেন তারা যেন্ কোনো ধরনের অসৎ কর্মে জড়িত না হন সে বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে। প্রেসকাব সাংবাদিকদের অবিভাবক প্রতিষ্ঠান উল্লেখ করে জেলা ক্রাইম রিপোর্টার্স এ্যাসোসিয়েশনের সভাপতি মতিয়ার রহমান মধু প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে তার সংগঠন সব ধরনের সহযোগিতা করবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি জি এম নূর ইসলাম, সহ-সভাপতি কাজী শওকত হোসেন ময়না, যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম মোস্তাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা কালিদাস রায়, রামকৃষ্ণ চক্রবর্তী, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শাকিলা ইসলাম জুঁই, সাংবাদিক দিলীপ কুমার দেব, শামীম পারভেজ, শহিদুল ইসলাম, আব্দুল আলিম ও ফারুক রহমানসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ। শুভেচ্ছা ও অভিনন্দন জানান সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার্স এ্যাসোসিয়েশনের সভাপতি মতিয়ার রহমান মধু, সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল কালাম, সহ-সভাপতি এম ঈদুজ্জামান ইদ্রস, সাধারণ সম্পাদক এসএম মহিদার রহমান, সহ-সাধারণ সম্পাদক মো: মোশাররফ হোসেন আব্বাস, সহ-সাধারণ সম্পাদক খন্দকার আনিছুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মো: আবিদুল হক মুন্না, তথ্য সম্পাদক মো: আব্দুল গফুর, দপ্তর সম্পাদক বোরহান উদ্দীন বুলু, প্রচার সম্পাদক স.ম তাজমিনুর রহমান টুটুল প্রশিক্ষন সম্পাদক মো: ফিরোজ হোসেন, শিক্ষা সম্পাদক প্রফেসর রজব আলী, জনকল্যান সম্পাদক মো: জিয়াউর রহমান, সাংস্কৃতিক সম্পাদক স.ম মসিউর রহমান ফিরোজ, সমাজ কল্যাণ সম্পাদক জিএম সোহরাব হোসেন, মানবাধিকার বিষয়ক সম্পাদক খান নাজমুল হুসাইন, ধর্ম বিষয়ক সম্পাদক মো: আবুল হোসেন, কার্যকরি সদস্য এম এ নেওয়াজ মিনালসহ সকল সদস্যবৃন্দ।