
প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা জেলা গ্রাম্য ডাক্তার আরএমপি ওয়েল ফেয়ার সোসাইটির পক্ষ থেকে সাতক্ষীরা প্রেসক্লাবের নতুন কমিটিকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন।
শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় সাতক্ষীরা প্রেসক্লাবের অফিস কক্ষে নব গঠিত কমিটির সভাপতি জি এম নূর ইসলাম ও সাধারণ সম্পাদক মো. মোজাফফর রহমানসহ কমিটির অন্যান্য কর্মকর্তাদের এই ফুলের শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আরএমপির সভাপতি ডা. আব্দুল বারী খান, সহ-সভাপতি ডা. মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক ডা. হাসান সিদ্দিকী লাভু, ডা. শেখ মাহবুবর রহমান, ডা. আমিনুর রহমান, ডা. আব্দুল অহিদ প্রমূখ।