
প্রেস বিজ্ঞপ্তি: কার্যনির্বাহী কমিটির রুমে বুধবার (২২ জানুয়ারী) সাতক্ষীরা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক জি এম নুর ইসলাম।
সাধারণ সম্পাদক মোজফফর রহমানের সঞ্চালনায় সভায় নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় বিভিন্ন দৈনিক পত্রিকা ও টেলিভিশন চ্যানেলে কর্মরত সাংবাদিকদের আবেদন যাচাই-বাছাই করে ১৯ জনকে সাধারণ সদস্য ও ৩ জনকে সহযোগী সদস্য পদ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।
সদস্যপদ প্রাপ্তরা হলেন যথাক্রমে, দৈনিক কাফেলা পত্রিকার সম্পাদক ডা. এটিএম উজ্জল, বার্তা সম্পাদক এম রফিক, চীফ রিপোর্টার এম ঈদুজ্জামান ইদ্রিস, দৈনিক আজকের সাতক্ষীরার সম্পাদক মহসিন হোসেন বাবলু, জাহাঙ্গীর আলম কবীর, মাছুদুর জামান সুমন, দৈনিক সুপ্রভাতের সম্পাাদক এ কে এম আনিছুর রহমান, মোঃ শাহ আলম, খালিদ হাসান, সাপ্তাহিক ইচ্ছে নদীর সম্পাদক মকসুমুল হাকিম, দৈনিক শেয়ার বিজ এর জেলা প্রতিনিধি ফারুক রহমান, দৈনিক আমার একুশের জেলা প্রতিনিধি আবদুল আলিম, দৈনিক ঢাকা প্রতিদিনের জেলা প্রতিনিধি খন্দকার আনিসুর রহমান, দৈনিক প্রবাহের জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম, দৈনিক আমার সময়ের জেলা প্রতিনিধি শেখ রফিকুল ইসলাম রানা, দৈনিক ভোরের পাতার জেলা প্রতিনিধি মহিদার রহমান, দৈনিক ভোরের দর্পণের জেলা প্রতিনিধি তাজমিনুর রহমান টুটুল, দৈনিক নবচেতনার জেলা প্রতিনিধি হাসান গফুর, দৈনিক বাংলাদেশের আলোর জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মাহফুজসহ উল্লোখিত ১৯ জন সাংবাদিককে সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সদস্য পদ প্রদান করা হয়।
একই সাথে দৈনিক সাতনদীর মোঃ হাবিবুর রহমান বাবু, রেজাউল করিম মিঠু, ফেরদৌস আহমেদ, মাহফুজুর রহমানকে সহযোগি সদস্য পদ প্রদান করা হয়।
কার্যনির্বাহী কমিটির সভায় জানানো হয়, সদস্য পদ প্রদানের বিষয়টি চলমান থাকবে। যাচাই-বাছাই করে আবেদনকারীদের সদস্য পদ প্রদান করা হবে। প্রকৃত সাংবাদিকরা প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী সদস্য পদ পাবে বলে সিদ্ধান্ত হয়।