প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম নুর ইসলাম ও সাধারণ সম্পাদক মোজাফ্ফর রহমান এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, কয়েকজন সাংবাদিক শহরের একটি রেস্টুরেন্টে বসে সাতক্ষীরা প্রেসক্লাবের নাম ব্যবহার করে কথিত সাধারণ সভার নামে সেখানে ক্লাবের সম্মানিত সদস্যদের নামে নানারকম কটুক্তি করেছে। যা সাংবাদিকতা পেশার জন্য ঝুঁকিপূর্ণ। নেতৃবৃন্দ গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছেন ওই রেস্টুরেন্টে বসে যেসব সাংবাদিকরা সাতক্ষীরা প্রেসক্লাবের নাম ব্যবহার করে সভা করেছেন তা সম্পূর্ণ বেআইনি ও অগঠনতান্ত্রিক। সাতক্ষীরা প্রেসক্লাবের সম্মানিত বেশির ভাগ সদস্য ওইদিন ওই রেস্টুরেন্টে উপস্থিত হননি। অথচ তাদের নাম উপস্থিতির তালিকায় দেখানো হয়েছে। যেটি নৈতিকতা পরিপন্থি।
সাতক্ষীরা প্রেসক্লাব তার গঠনতন্ত্র মোতাবেক প্রেসক্লাবের নিজস্ব ভবনে কর্মকান্ড পরিচালনা করছে। নেতৃবৃন্দ সম্প্রতি লক্ষ্য করেছেন কয়েকজন সাংবাদিক ব্যক্তিস্বার্থে প্রেসক্লাবের নাম ব্যবহার করে নানামুখি ষড়যন্ত্র ও বিভ্রান্তি ছড়াচ্ছেন। প্রেসক্লাবের নাম ব্যবহার করে সাংবাদিক নামধারী ব্যক্তিরা নানাভাবে প্রেসক্লাবের ভাবমুর্তি নষ্ট করছেন। তাদের এসব ষড়যন্ত্র সম্পর্কে প্রেসক্লাবের সকল সদস্যকে সজাগ থাকতে অনুরোধ জানানো হয়েছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, সাতক্ষীরা প্রেসক্লাব নিয়ে কোনো ষড়যন্ত্র হলে তা কোনোভাবেই বরদাস্ত করা হবেনা। প্রেসক্লাব হচ্ছে কর্মরত সাংবাদিকদের আশ্রয়স্থল। প্রেসক্লাবের নিরাপত্তা নিয়ে কেউ চক্রান্ত করলে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে নিয়ে তার সমুচিত জবাব দিবে।
ইতিমধ্যে সাংবাদিকসহ সুধিজনদের পদচারনায় সাতক্ষীরা প্রেসক্লাব মুখরিত হয়ে উঠেছে। এমন একটি সময়ে কিছু সংখ্যক সাংবাদিক প্রেসক্লাব নিয়ে বিভান্তিকর তথ্য ছড়িয়ে ভাবমূর্তি ক্ষুন্নকরার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তাদেরকে প্রেসক্লাবে সকল কর্মকান্ডের সাথে থাকতে আহবান জানানো হয়েছে। অন্যথায় গঠনতন্ত মোতাবেক অপতৎপরতাকারিদের চিহিৃত করে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।