নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা প্রেসক্লাবের বহু প্রতিক্ষীত নির্বাচন আগামি ৬ মার্চ অনুষ্ঠিত হবে। প্রেসক্লাবের ভোটার তালিকা প্রণয়ন ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম(বার) মঙ্গলবার এ নির্বাচনী তফসীল ঘোষণা করেন।
ঘোষিত তফসীল অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহের তারিখ আজ ২৪ ফেব্রুয়ারী বুধবার, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার, মনোনয়নপত্র বাছাই ২৭ ফেব্রুয়ারী শনিবার, প্রার্থীতা প্রত্যাহার ও চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ২৮ ফেব্রুয়ারী রবিবার এবং আগামি ৬ মার্চ শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে গত ২২ ফেব্রুয়ারী প্রেসক্লাবের চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়।