
প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটির এক সভা গতকাল সকাল সাড়ে ১১টায় প্রেসক্লাব সভাপতি মমতাজ আহমেদ বাপী‘র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ও বক্তব্য রাখেন সহ-সভাপতি হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক শহীদুল ইসলাম, অর্থ সম্পাদক শেখ মাসুদ হোসেন, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, আব্দুল গফুর সরদার, মাছুদুর জামান সুমন।
সভায় বক্তারা সাতক্ষীরা প্রেসক্লাবের বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহণ না করে প্রেসক্লাবের সদস্য হয়ে অন্য একটি ব্যানারে অংশগ্রহণ করে প্রেসক্লাবের ভাবমূর্তি ক্ষুন্ন করায় ক্ষোভ প্রকাশ করাসহ সভায় প্রেসক্লাবের সাংগঠনিক বিষয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া সাংবাদিকদের নামে হয়রানিমূলক মামলা দায়েরের নিন্দা জানানো হয়। একই সাথে জনবল সংকটের মুখে করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজের ২৪ জন ডাক্তারের একযোগে বদলীর আদেশের তীব্র নিন্দা ও বদলীর আদেশ প্রত্যাহারের দাবি জানানো হয়।