নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্যদের জন্য সেঞ্চুরি একাডেমী সাতক্ষীরার পক্ষ থেকে মাস্ক প্রদান করা হয়েছে।
সোমবার (৫ এপ্রিল) সন্ধ্যায় সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী'র হাতে ৬০০ পিস মাস্ক প্রদান করেন সেঞ্চুরি একাডেমীর নির্বাহী পরিচালক ও জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, সাতক্ষীরা প্রেসক্লাবের সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম ও নির্বাহী সদস্য আব্দুল গফুর সরদার।
শেখ এজাজ আহমেদ স্বপন ইতিপূর্বেও তার সংগঠনের পক্ষ থেকে প্রেসক্লাবে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেন। এবং ভবিষ্যতেও তিনি প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে পাশে থাকার আশ্বাস দেন।