প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা প্রয়াত অধ্যক্ষ আনিসুর রহিম স্মরণে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় মুনজিতপুরস্থ সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে উপাধ্যক্ষ ছন্দা রাহার সার্বিক তত্বাবধানে স্কুলের ক্ষুদে শিক্ষার্থী ফুটবলারদের অংশগ্রহণে লোটাস দল এবং শাপলা দলের মধ্যে এ প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলায় লোটাস দল ৩-০ গোলে শাপলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের অধ্যক্ষ সাবেক সচিব আহমেদুর রহিম। এসময় সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক পত্রদুতের উপদেষ্টা সম্পাদক এড. আবুল কালাম আজাদ, এস এম সি সদস্য আহসানুর রহিম বিটু, উদীচী শিল্পী গোষ্ঠীর জেলা সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, সাংবাদিক আইয়ুব হোসেন রানা, আব্দুল আলীম, সাবেক শিক্ষক ও অভিভাবক শ্যামল রাহা প্রমুখ। এসময় ছোট্ট সোনামনিদের নিয়ে গঠিত শাপলা ও লোটাস দলের মধ্যে খেলায় লোটাস দল ৩-০ গোলে বিজয়ী হয়। খেলায় রেফারির দায়িত্বে ছিলেন সহকারী শিক্ষক বিশ্বজিৎ দাশ। ড্রাম বাদক এর দায়িত্বে ছিলেন সহকারী শিক্ষক পিযুস কান্তি মণ্ডল, প্রাথমিক চিকিৎসার দায়িত্বে ছিলেন স্কুলের সহকারী শিক্ষক সুশান্ত কুমার ঘোষ। ধারাভাষ্যকার ছিলেন সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম সানা, ক্যামেরা ম্যান ছিলেন সহকারী শিক্ষিকা তাজমিন সুলতানা। উক্ত খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন দ্বিতীয় শ্রেণির ছাত্র হিরন বৈরাগী। সেরা গোলদাতা চতুর্থ শ্রেণীর ছাত্র জাকারিয়া আহমেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন সহকারী শিক্ষক সাদিয়া ইসলাম, কার্তিক রং, শাহানাজ পারভীন, রেবেকা সুলতানা, পূজা দত্ত, সাজু রায়, রহিমা খাতুনসহ স্কুলের সকল শিক্ষক-কর্মচারী।