নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা প্রি ক্যাডেট স্কুলের সদ্য প্রয়াত পরিচালক ও অধ্যক্ষ আনিসুর রহিম এর শূন্য পদে তার কনিষ্ঠ ভ্রাতা বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব আহমেদুর রহিমকে পদায়নের সিদ্ধান্ত গ্রহণ করেছে ম্যানেজিং কমিটি ।
সাতক্ষীরা প্রি ক্যাডেট স্কুলের চেয়ারম্যান, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল ড. দিলারা বেগমের বরাত দিয়ে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
নব নিযুক্ত অধ্যক্ষ আহমেদুর রহিম সরকারের বিসিএস প্রশাসন ক্যাডারের একজন অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব। তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে মেধা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। সরকারি দায়িত্বপালনকালীন তিনি জার্মানী, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, চীন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। রেজিস্ট্রার হিসাবে রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ এন্ড ফার্মস এর অটোমেশন বা ডিজিটালাইজেশন তার নেতৃত্বে সম্পন্ন হয়েছে।
ব্যক্তিজীবনে শিক্ষানুরাগী, সদালাপী, আদর্শবান এবং অবিচল নীতিনিষ্ঠ হিসাবে তার ব্যাপক পরিচিতি রয়েছে।
শিক্ষা জীবনে তিনি বোর্ডে স্টান্ডসহ ঢাকা বিশ্ববিদ্যালয় হতে সমাজকল্যাণ বিভাগে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে মাস্টার্স ডিগ্রি লাভ করেন।