প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩০০ পিস ভারতীয় সিলডেনাফিল ট্যাবলেট এবং ৫ বোতল ভারতীয় মদসহ প্রায় বারো লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। ১১মে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ভোমরা, গাজীপুর, ঘোনা, কালিয়ানী, হিজলদী, কাকডাঙ্গা, মাদরা ও চান্দুরিয়া এর দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩০০ পিস ভারতীয় সিলডেনাফিল ট্যাবলেট এবং ৫ বোতল ভারতীয় মদসহ প্রায় বারো লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল শিশুতলা বাশবাগান নামক স্থান হতে ৩০০ পিস ভারতীয় সিলডেনাফিল ট্যাবলেট আটক করে এবং গাজীপুর বিওপির বিশেষ আভিযানিক দল বাররুখালী নামক স্থান হতে ৬০০ পিস ভারতীয় মদ আটক করে। এছাড়াও, ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল ঘোষপাড়া নামক স্থান হতে ৩৫,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। গাজীপুর বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল বোস্তামের ঘের নামক স্থান হতে ২,১০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। ঘোনা বিওপির বিশেষ আভিযানিক দল ঘোনা রাস্তা নামক স্থান হতে ৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত ছয়ঘরিয়া নামক স্থান হতে ৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কেড়াগাছি নামক স্থান হতে ৫,৬০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল রাজপুর কবরস্থান নামক স্থান হতে ৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। এয়াড়াও চান্দুরিয়া বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল কাদপুর ও বোস্তামের ঘের নামক স্থান হতে ৮৭,৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে।
সর্বমোট এগারো লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করে।