আগামী ১ সপ্তাহের মধ্যে সম্মেলনের তারিখ জানানো হবে : শেখ জাহাঙ্গীর হোসেন কালু
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা পৌর ৭নং ওয়ার্ড আ.লীগের সম্মেলন প্রস্তুত কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল ৫টায় শহরের ইটাগাছাস্থ তিতু কমিউনিটি সেন্টারে পৌর আ.লীগের নির্দেশনা মোতাবেক এ সভায় সভাপতিত্ব করেন ৭নং ওয়ার্ড আ.লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক ও পৌর কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু। এসময় তিনি বলেন, পৌর আ.লীগের নির্দেশে সম্মেলন প্রস্তুত কমিটির ৪৯ জন সদস্যকে চিঠি দেওয়া হয়েছে। আগামী দিনে মাইকিং এবং চিঠির মাধ্যমে সকল নেতাকর্মীদের জানিয়ে সম্মেলন করা হবে এবং পৌর আ.লীগের নেতৃবৃন্দের সাথে পরামর্শক্রমে আগামী ১ সপ্তাহের মধ্যে সম্মেলনের তারিখ জানানো হবে। এসময় সভায় উপস্থিত নেতৃবৃন্দ হাত তুলে সমর্থন জানান। সভায় জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ শাহাঙ্গীর হোসেন শাহিন বলেন, সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ড আ.লীগের নেতাকর্মীরা অত্যান্ত সুশৃঙ্খল। ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে নির্বাচন অথবা সমঝোতার মাধ্যমে একটি সুন্দর কমিটি উপহার দেওয়া হবে। এসময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখেন এবং আগামী জাতীয় নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। এসময় আরো বক্তব্য রাখেন ৭নং ওয়ার্ড আ.লীগের সম্মেলন প্রস্তুত কমিটির যুগ্ম আহবায়ক রেজাউল করিম, সদস্য সচিব সুব্রত বিশ্বাস প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন আব্দুর রশিদ, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল হান্নান, আবুল কাশেম, রুহুল কুদ্দুস, আব্দুর রাজ্জাক গাজী, সৈয়দ আব্দুস সেলিম, মোহাম্মদ আলী, ফজলু ঢালী, নুরু গাইন, ফরিদা পারভীন, প্রতিমা রাণী, তুলশি কুমার, হরিপদ দে, সেলিম চৌধুরীম নাজির হোসেন, আব্দুর রাজ্জাক কাগজি, যুবলীগ নেতা তুহিনুর রহমান তুহিন, আল আমিন, রাসেল, জনি, আকির, মিলন, ছাত্রলীগ নেতা মাসুমসহ ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের ৪৯ জন সদস্য। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মিজানুর রহমান।