নিজস্ব প্রতিবেদক: পৌর বিএনপিকে শক্তিশালী করার জন্য বর্তমান আহবায়ক কমিটি বিলুপ্ত করে নতুন আহবায়ক কমিটি ঘোষণা করেছে সাতক্ষীরা জেলা বিএনপি। গত ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মোঃ শের আলীকে আহবায়ক এবং তাজকিন আহমেদ চিশতিকে সদস্য সচিব ঘোষিত করে সাতক্ষীরা জেলা বিএনপি।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ০৫ ফেব্রুয়ারি তারিখে সাতক্ষীরা জেলা বিএনপি কর্তৃক অনুমোদিত সাতক্ষীরা পৌর বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত (বাতিল) করে দলকে অধিকতর শক্তিশালী ও গতিশীল করার জন্য পৌর বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হল।