
নিজস্ব প্রতিবেদক: আসন্ন পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের দ্বিতীয় দিনে সাতক্ষীরা পৌরসভায় মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৪ জন প্রার্থী। শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ০৫টা পর্যন্ত সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে কাউন্সিলর প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিয়েছে ০২ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ০২জন। দুই দিনে ২১ জন প্রার্থী তাদের মানোনয়ন পত্র জমা দিয়েছেন। তবে মনোনয়ন পত্র জমা দেওয়ার দ্বিতীয় দিনেও মেয়র পদে কেউ মনোনয়ন পত্র জমা দেয়নি। মনোনয়ন পত্র জমা দেওয়ার দ্বিতীয় দিনে কাউন্সিলর প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিয়েছে ০১নং ওয়ার্ডে মো. রাশিদ হাসান চৌধুরী (চৌধুরী বাবু), ০৩নং ওয়ার্ডে মনোনয়ন পত্র জমা দিয়েছেন মো. আনোয়ার হোসেন (চান্দু), সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে গুলশান আরা ও শাহিদা আক্তার। প্রার্থীদের মনোনয়ন পত্র গ্রহণ করেন জেলা নির্বাচন অফিসার মো. নাজমুল কবীর।