
মোঃ মোকাররাম বিল্লাহ ইমন :
সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ও সাতক্ষীরা পৌর ওলামা দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার রাতে সাড়ে ৮ টায় সাতক্ষীরা শহরের হোটেল টাইগার প্লাসে দোয়া ও কর্মী সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহবায়ক মাওলা আনিসুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব হাফেজ সাইফুল্লাহ আল কাফির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, সাবেক সমন্বয়ক হাবিবুর রহমান হাবিব, যুবনেতা ও বিশিষ্ট আব্দুল্লাহ আল সিয়াম জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক এস এম সাহেব আলী।
এসময় ওলামাদলনেতা মো. ওলামাদল নেতা মো. কামরুজ্জামান কামু, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আহবায়ক কাজী কামরুজ্জামান, যুগ্ম আহবায়ক মীর তাজুল ইসলাম রিপন।
সভায় সাতক্ষীরা পৌর জাতীয়তাবাদী ওলামা দলের কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

