সাতনদী ডেস্ক: সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের সদ্য সাবেক সভাপতি ও সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক আবু সাইদ করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রবিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৯ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
আওয়ামী লীগ নেতা আবু সাঈদ সাতক্ষীরাতে করোনায় আক্রান্ত হয়ে কিছুদিন আগে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। তার মৃত্যুতে তার পরিবারের সদস্য, দলীয় নেতা-কর্মী সহ সর্ব মহলে শোকের ছায়া নেমে এসেছে।